রবিবার, ২৬ মে, ২০২৪ ০০:০০ টা

সড়কে ফসল মাড়াই

১৫ দিনে চার দুর্ঘটনা, একজনের মৃত্যু

রেজাউল করিম মানিক, লালমনিরহাট

সড়কে ফসল মাড়াই

লালমনিরহাট জেলার বিভিন্ন সড়ক দখল করে চাষিরা বোরো ধান মাড়াই ও খড় শুকানোর কাজ করছেন। এতে প্রায়ই ঘটছে ছোট-বড়ো দুর্ঘটনা। যানবাহনের চালক ও পথচারীরা ভোগান্তিতে পড়ছেন। ওইসব সড়কে চলাচলকারীরা বলছেন, রাস্তার ওপর ধান শুকানোর কারণে গাড়ি ধীরে চালাতে হয়। পুলিশের ভাষ্য মতে, ধান ও খড় শুকানো রাস্তায় ১৫ দিনে চারটি দুর্ঘটনা ঘটেছে। একজন মারাও গেছেন। মাইকিং করেও কোনো লাভ হচ্ছে না, জানান কালিগঞ্জের ইউএনও জহির ইমাম। অটোচালকরা বলছেন, রাস্তায় ধান-খড় থাকায় ট্রিপের সংখ্যা কমায় আগের তুলনায় আয় কমেছে। ছোট-বড়ো দুর্ঘটনাও ঘটছে। সচেতনমহলের ভাষ্য, বাড়িতে উঠান ছোট থাকার মতো ঠুনকো কারণ সামনে এনে অনেকে রাস্তার ওপর ধান শুকাচ্ছেন। এগুলো বন্ধ করা প্রয়োজন। সরেজমিন জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কের পাশেই শ্যালোচালিত মেশিন দিয়ে ধান মাড়াই করা হচ্ছে। এরপর সড়কের ওপরেই তা শুকানো হচ্ছে। অনেকে ধান বাড়ি নিয়ে গেলেও খড় শুকানোর জন্য সড়কের ওপরই ছড়িয়ে-ছিটিয়ে রেখেছেন। পরে সড়কের পাশেই সেগুলো স্তূপ করে রাখা হয়েছে। দৈখাওয়া-লালমনিরহাট সড়কে অটোরিকশা চালান বক্কর হোসেন। তিনি বলেন, ‘সড়কে ধান মাড়াইয়ের আগে প্রতিদিন গড়ে ১ হাজার ৩০০ টাকার ভাড়া উঠত। ৮০০ টাকা অটোরিকশার মালিককে দেওয়ার পরও ৫০০ টাকা থাকত। কিন্তু বর্তমানে সড়ক দখল করে ধান মাড়াইয়ের কারণে গাড়ি ধীর গতিতে চালাতে হয়। এতে ট্রিপের সংখ্যা কমে আসছে। এ জন্য প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকার বেশি ভাড়া ওঠে না।’ সিএনজি অটোরকিশার চালক সেলিম মিয়া বলেন, ‘কিছুদিন আগে যাত্রী নিয়ে লালমনিরহাট থেকে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলাম। পথে ধান-খড়ে চাকা পিছলে সিএনজি উল্টে যায়। এতে চার যাত্রী আহত হন। সড়কে ধান মাড়াই করার কারণে সবসময় ধীর গতিতে গাড়ি চালাতে হচ্ছে। নির্দিষ্ট সময়েও গন্তব্যে পৌঁছাতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছি।’ শিয়াল খোওয়া এলাকার বাসিন্দা হাসিম মিয়া বলেন, ‘উপজেলার প্রায় প্রত্যেকটি সড়ক দখল করে ধান মাড়াই ও খড় শুকানো হচ্ছে। বৃষ্টি হলে ওই খড়ের কারণে সড়ক কর্দমাক্ত অবস্থা ধারণ করে। পরে সেগুলো আর সরানো হয় না। ধীরে ধীরে এগুলো পচে সড়ক পিচ্ছিল হয়ে থাকে। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।’ উপজেলার গোড়ল ইউনিয়নের চৌপতি গ্রামের কৃষক মজনু বলেন, অনেক ধানসহ খড় বাড়ির উঠানে শুকানো সম্ভব হয় না। এ জন্য সড়কে এসেছি। নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) লালমনিরহাটের সাবেক সভাপতি মমিনুল হক বলেন, সবারই যে উঠান নেই, বিষয়টি এমন নয়। সড়কে চলাচলকারীদের ঝুঁঁকি এড়াতে ধান মাড়াই কিংবা খড় শুকানো একেবারেই বন্ধ করা দরকার। লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বলেন, সড়ক দখল করে এ ধরনের কর্মকাণ্ড বেআইনি। জনস্বার্থে সড়কে ধান মাড়াই বন্ধ করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর