রবিবার, ২৬ মে, ২০২৪ ০০:০০ টা

বালুভর্তি ট্রাক আটক করল গ্রামবাসী

ছাড়িয়ে নিল পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে অবৈধভাবে তোলা বালু বহনকারী একটি ট্রাক আটক করে গ্রামবাসী। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি ছাড়িয়ে নেয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে পৌর এলাকার রাজারামপুর মালোপাড়া মহানন্দা নদীর ঘাটে। জানা যায়, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর মালোপাড়া ঘাট ইাজারা দেওয়া বন্ধ হলেও একটি মহল সেখানে বালু তুলছে। নদী ভাঙনের হুমকিতে পড়েছে রাজারামপুর এলাকার কয়েক হাজার বিঘা জমি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ি। তাই অবৈধ এ কাজে বাধা দিয়েছে গ্রামবাসী। ওসি মিন্টু রহমান জানান, বালুভর্তি ট্রাক পুলিশ নিয়ে যায়নি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর