রবিবার, ২৬ মে, ২০২৪ ০০:০০ টা

মাদকসহ আটক শ্রমিক লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে একাধিক মামলার আসামি মুন্সি গোলাপকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। তিনি নন্দীগ্রাম উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার হাটলাল দিঘীপাড়ায় গাঁজা বিক্রিকালে দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের একজন নন্দীগ্রাম পৌর শহরের পুরাতন বাজার হাইস্কুল মোড়ের আজাহার আলীর ছেলে গোলাপ হোসেন ওরফে মুন্সি গোলাপ। অন্যজন তার সহযোগী রণবাঘা হাটলাল দিঘীপাড়ার মকবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম।

শুক্রবার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে দুজনকে আদালতে পাঠায় পুলিশ। মুন্সি গোলাপের বিরুদ্ধে থানায় আগের দুটি মাদক মামলা রয়েছে। নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজম জানান, মাদকবিরোধী অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে মামলা শেষে পাঠানো হয় আদালতে। তারা মাদক বিক্রির কথা স্বীকার করেছে।

 

সর্বশেষ খবর