রবিবার, ২৬ মে, ২০২৪ ০০:০০ টা

বাঁশের মাচা ভেঙে রাজমিস্ত্রি নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ ফতুল্লায় নির্মাণাধীন ভবনের ইটের গাঁথুনি করার সময় বাঁশের মাচা ভেঙে মোহাম্মদ বাহাদূর শেখ (৪৫) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। গতকাল ফতুল্লায় কায়েমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি জামালপুর জেলায়। জানা যায়, ফতুল্লার কায়েমপুরে গতকাল নির্মাণাধীন ভবনের পঞ্চম তলায় ইটের গাঁথুনির কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় বাঁশের মাচা ভেঙে নিচে পড়ে যায় বাহাদুর শেখ। এতে ঘটাস্থলেই তার মৃত্যু। ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর