শিরোনাম
রবিবার, ২৬ মে, ২০২৪ ০০:০০ টা

ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের হামলা, দুজন আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের হামলা, দুজন আহত

সোনারগাঁয়ে সামাজিক সংগঠন ‘বিডি ক্লিন’-এর নারী সদস্যদের ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় হামলা চালিয়েছে কিশোর গ্যাং। তাদের হামলায় বিডি ক্লিনের নারীসহ দুজন আহত হয়েছেন। গতকাল এ ঘটনায় গ্রেফতার একজনকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ট্রলার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আহতরা হলেন- হাসিবুল ইসলাম (২০) ও আফরিন ইরা (২৩)। এ ঘটনায় সোনারগাঁ বিডি ক্লিনের সমন্বয়ক কামরুজ্জামান রানা বাদী হয়ে মামলা করেছেন। 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় প্রতি শুক্রবার সামাজিক সংগঠন বিডি ক্লিনের সদস্যরা ময়লা আবর্জনা পরিষ্কার করে থাকেন। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার বেলা ৩টার দিকে ট্রলারযোগে বারদী ইউনিয়নের নুনেনটেক গিয়ে ময়লা আবর্জনা পরিষ্কার করতে যান। পরিচ্ছন্নতা অভিযান শেষে ফিরে আসার সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে বৈদ্যেরবাজার ট্রলার ঘাটে নেমে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকেন। এ সময় ওই এলাকার কয়েকজন যুবক আল আমিনের নেতৃত্বে নারী সদস্যদের ইভটিজিং এবং বিভিন্নভাবে উত্ত্যক্ত করে। এ সময় বিডি ক্লিনের পুরুষ সদস্যরা প্রতিবাদ করেন। এ নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে ওই এলাকার কিশোর গ্যাংয়ের লিডার রাহুলের নেতৃত্বে ১৫-২০ জন এসে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা নারী সদস্য আফরিন ইরাকে পিটিয়ে আহত এবং শ্লীলতাহানি করে। আফরিন ইরাকে রক্ষা করতে এগিয়ে এলে হাসিবুল ইসলাম নামের এক সদস্যকে পিটিয়ে আহত করা হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেলে পাঠায়।

সোনারগাঁ বিডি ক্লিনের সমন্বয়ক কামরুজ্জামান রানা জানান, ইভটিজিংয়ের প্রতিবাদ করার কারণে অতর্কিত হামলা করে কিশোরগ্যাং সদস্যরা। এতে তাদের দুই সদস্য আহত হয়েছেন। এমন ঘটনা ঘটলে স্বেচ্ছায় কেউ সামাজিক সংগঠন করতে চাইবে না। এর বিচার দাবি করেন তিনি।

সর্বশেষ খবর