শিরোনাম
শনিবার, ১ জুন, ২০২৪ ০০:০০ টা

কারখানা বন্ধ, অসহায় ১৮ হাজার শ্রমিক

চালুর দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি

কারখানা বন্ধ, অসহায় ১৮ হাজার শ্রমিক

কুষ্টিয়ায় কারখানা চালুর দাবিতে মানববন্ধন -বাংলাদেশ প্রতিদিন

কোনো ঘোষণা ছাড়াই পাঁচ মাস আগে বন্ধ করে দেওয়া হয়েছে কুষ্টিয়ায় নাসির গ্রুপের নাসির বিড়ি, নাসির টোব্যাকো ও নাসির লিফ টোব্যাকো কারখানা। এতে অসহায় হয়ে পড়েছে তিন প্রতিষ্ঠানের প্রায় ১৮ হাজার শ্রমিক-কর্মচারী। কাজ না থাকায় মানবেতর জীবন কাটানো হাজারো শ্রমিক গতকাল মানববন্ধন করেছে কুষ্টিয়ার দৌলতপুরে। উপজেলার আল্লারদর্গা বাজারে গতকাল এ কর্মসূচি পালন করে তারা। মানববন্ধনে সহস্রাধিক শ্রমিক পরিবার অংশ নেয়। নাসির টোব্যাকোর উৎপাদন বিভাগের কর্মী জিয়াউর রহমান বলেন, ‘নাসির গ্রুপের মালিক নাসিরের মৃত্যুর পর পারিবারিক কলহ ও সম্পত্তির ভাগবাঁটোয়ারা নিয়ে বিরোধের জেরে বন্ধ হয়ে গেছে অনেক প্রতিষ্ঠান। পাঁচ মাস ধরে আমরা পরিবার-পরিজন নিয়ে অসহায় অবস্থায় আছি। হঠাৎ কাজ হারিয়ে চরম আর্থিক কষ্টে দিন কাটছে। শ্রমিক-কর্মচারীদের দুই মাসের বেতন ও ঈদের বোনাস বাকি।’ কারখানা চালু করে শ্রমিক-কর্মচারীদের কর্মসংস্থানের ব্যবস্থার দাবি জানান শ্রমিকরা। নাসির জুট মিলের ম্যানেজার জয়েন উদ্দিন বলেন, ‘উত্তরাধিকার নিয়ে মালিকপক্ষের মধ্যে সাকসেশন মামলা চলছে। এ কারণে কোনো সমাধান হচ্ছে না। ১১ মে জেলা প্রশাসনের সঙ্গে সব পক্ষের বসার কথা ছিল। কিন্তু উত্তরাধিকারদের একজন আপত্তি জানানোয় তা সম্ভব হয়নি। মামলা শেষ না হলে কারখানা চালানো সম্ভব হবে না।’

সর্বশেষ খবর