শনিবার, ১ জুন, ২০২৪ ০০:০০ টা

ট্রেনের যাত্রাবিরতি দাবি রাজবাড়ীতে

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার খানখানপুর রেলওয়ে স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ও ভাঙ্গা কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় তারা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন ১৫ মিনিট আটকে রাখেন। দ্রুত সময়ের মধ্যে খানখানপুর রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতি না করলে কঠোর আন্দোলনের ঘোষণা করেন তারা।

গতকাল খানখানাপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচি চলাকালে রাজবাড়ী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস খানখানাপুর এলাকায় আসে। তখন ওই ট্রেনের সামনে শত শত এলাকাবাসী অবস্থান নেন। সাইফুল ইসলাম সাউদ, জাহিদ হাসান সৌরভ, মামুনুর রহমান, মাকসুদুর রহমান শাওন, আলমগীর হোসন, বজলুর রশিদ, নাজিম উদ্দীন মিয়া প্রমুখ এতে বক্তব্য রাখেন।

এ প্রসঙ্গে রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেন, খানখানাপুর রাজবাড়ীর মধ্যে একটি ঐতিহ্যবাহী এলাকা। তাদের একটি আবেদন মন্ত্রণালয়ে রয়েছে। ঈদের পর সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ খবর