সোমবার, ৩ জুন, ২০২৪ ০০:০০ টা

মাচায় ঝুলছে বেবি তরমুজ

কুড়িগ্রাম প্রতিনিধি

মাচায় ঝুলছে বেবি তরমুজ

কুড়িগ্রামে রাজারহাটে পরিবেশবান্ধব পলিথিন দিয়ে পরীক্ষামূলকভাবে উঁচু জমিতে চাষ হয়েছে ‘বেবি তরমুজ’। উপজেলার মীরেরবাড়ী এলাকার গৃহবধূ লাভলী বেগম এই তরমুজ চাষ করে এলাকায় ব্যাপক সাঁড়া ফেলেছেন। খেতে মাচায় ঝুলছে পলিথিনে মোড়ানো ছোটবড় তরমুজ। চারা রোপনের মাত্র তিন মাসে বেবি তরমুজ খেত থেকে তোলা সম্ভব জানান লাভলী। জানা যায়, ছেলে-মেয়ের পড়ালেখা ও সংসারের খরচ মেটাতে লাভলীর স্বামী শফিকুল ইসলাম স্বপন ঢাকাসহ বিভিন্ন এলাকায় গিয়ে রাজমিস্ত্রির কাজ করেন। স্বামী বাড়িতে না থাকায় লাভলী নিজেই তার ২০ শতক জমিতে এবার বেবি তরমুজ চাষ করেন। তিনি জানান, স্থানীয় বেসরকারি একটি সংগঠন থেকে জানতে পারেন স্বল্প সময়ে মালচিং পদ্ধতিতে সুস্বাদু তরমুজ চাষ করা যায়। তাদের কাছে প্রশিক্ষণ ও পরামর্শ নিয়ে এই প্রথম এ এলাকায় বেবি তরমুজ চার করেছি। জমি তৈরি, সার ও বীজ কেনায় আরডিআরএস থেকে তিনি ১৫ হাজার টাকা সহায়তা পান। এরপর ফেন্সিং তৈরিতে তার খরচ হয় প্রায় ২০ হাজার। সবমিলিয়ে ৩৫ হাজার টাকা খরচ হয়েছে। প্রায় ১ হাজার তরমুজ গাছে বেড়ে উঠছে। আশা করছেন ভাল লাভের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর