সোমবার, ৩ জুন, ২০২৪ ০০:০০ টা

দেশের উন্নয়নে নদীভাঙন রোধের বিকল্প নেই

গাইবান্ধা প্রতিনিধি

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, নদীমাতৃক বাংলাদেশের সার্বিক উন্নয়নে নদী শাসন-প্রতিরক্ষা বাঁধ তৈরির মাধ্যমে ভাঙন রোধের কোনো বিকল্প নেই। ভাঙন রোধ করতে না পারলে আমাদের কৃষি উৎপাদন ক্রমশ কমে যাবে। এতে দেশের অর্থনীতিতে পড়বে বিরূপ প্রভাব। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকার সার্বিক উন্নয়ন ও নদীভাঙন রোধে জিগাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কৃষি প্রধান এ দেশের সার্বিক উন্নয়নে নদীগুলো শাসন করতে হবে। প্রতিরক্ষা বাঁধ তৈরি করে নদীর পাশে যেসব গ্রাম ও শহর আছে সেগুলোকে রক্ষা করতে হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আ ল ম বজলুর রশীদ প্রমুখ।

সর্বশেষ খবর