বুধবার, ৫ জুন, ২০২৪ ০০:০০ টা

বাজারে ময়লার পাহাড়, দুর্গন্ধ

♦ এক মাস ময়লা নেওয়া হচ্ছে না ♦ ছড়াচ্ছে উৎকট গন্ধ

জমির বেগ, ফেনী

বাজারে ময়লার পাহাড়, দুর্গন্ধ

ফেনীর দাগনভূঞা পৌর শহরের বাসাবাড়ি, রাস্তা, ড্রেন, বাজারের বিভিন্ন পয়েন্টে ফেলে রাখা হচ্ছে ময়লা-আবর্জনা। কোথাও কোথাও পাহাড়সম ময়লার স্তূপ তৈরি হয়েছে। পুরো বাজার পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। এক মাস ধরে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা বাজার থেকে ময়লা নিচ্ছেন না। যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলে রাখায় ছড়াচ্ছে দুর্গন্ধ। বেড়েছে মশা-মাছির উপদ্রব। তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। ভোগান্তির শিকার হচ্ছে বাজারের ব্যবসায়ীসহ পৌরবাসী। স্থানীয়রা জানান, তাদের নাক-মুখ ঢেকে বাজারের ওপর দিয়ে চলাফেরা করতে হচ্ছে। মশা-মাছির উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন বাজারের ব্যবসায়ী ও পথচারীরা। দুর্গন্ধে বাজারে ক্রেতাও আসছেন না। ব্যবসায়ী মো. মোস্তাফা জানান, ময়লার দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। ব্যবসায়ী আবদুর রহিম বলেন, দাগনভূঞা বাজার দেখলে মনে হয় এটা বাজার নয়, ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। সরেজমিন গিয়ে দেখা যায়, বাজারের প্রধান সড়কের ডিভাইডারের ওপর পাহাড়সম ময়লার স্তূপ। বাজারের অলিগলি, তোহা বাজারের প্রবেশমুখসহ বিভিন্ন সড়কে ময়লার স্তূপ। একাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, এক মাস ধরে বাজার থেকে কোনো ময়লা নিচ্ছেন না পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। এ নিয়ে বারবার মেয়র ও কাউন্সিলরের শরণাপন্ন হলেও তারা কোনো সন্তোষজনক জবাব দেননি। ময়লার দুর্গন্ধে বাজারে ক্রেতা আসছেন না বললেই চলে। ক্রেতাসংকটে ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। ময়লা দ্রুত অপসারণ না করা হলে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রাস্তায় নামতে বাধ্য হবেন। পৌরসভার বাসিন্দারা জানান, ময়লার দুর্গন্ধে বাসায় থাকা অসম্ভব হয়ে পড়েছে। শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না। শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছে।

বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েশ রিপন বলেন, ‘মেয়র ময়লা অপসারণের জন্য কোনো ডাম্পিং স্টেশনের ব্যবস্থা করতে পারেননি। বাজারে ক্রেতা নেই, ব্যবসায়ীরা চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর নুরুল হুদা সেলিম বলেন, ‘এ বিষয়ে মেয়রকে বারবার অবহিত করেছি। মেয়র জানান, ডাম্পিং স্টেশনের জন্য জায়গা প্রস্তুত করা হচ্ছে। এরপর ময়লা অপসারণ করা হবে।’ এ বিষয়ে দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খানের কাছে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি। ফেনী জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।

সর্বশেষ খবর