বুধবার, ৫ জুন, ২০২৪ ০০:০০ টা

প্রতিশোধ নিতে হত্যা কবিরাজকে

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় কবিরাজ রাজ্জাক শেখ ওরফে রাজাই হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ তাদের গ্রেফতার করে পুলিশ। তারা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের আবদুল সেলিমের ছেলে রুবেল মিয়া ও আনিছুর রহমানের ছেলে সোহেল আলী। স্ত্রীর সম্ভ্রমহানির প্রতিশোধ নিতে রাজাই শেখকে হত্যার পরিকল্পনা করেন রুবেল। চুয়াডাঙ্গা পুলিশ সুপার গতকাল প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান জানান, গত ১ জুন সুবদিয়া গ্রামের বেছের আলীর ছেলে রাজ্জাক শেখ ওরফে রাজাই কবিরাজের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। তদন্তের একপর্যায়ে আটক করা হয় রুবেল ও সোহেলকে। জিজ্ঞাসাবাদে রুবেল জানান, রাজাই কবিরাজের কাছে চিকিৎসা নিতেন তার স্ত্রী। ৩১ মে সন্ধ্যার দিকে জিনের মাধ্যমে চিকিৎসা দেওয়ার নামে কবিরাজ তার স্ত্রীকে হোগলডাঙ্গায় চিত্রা নদীর ধারে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তার সম্ভ্রমহানি করেন রাজাই। এর প্রতিশোধ নিতে সোহেলকে সঙ্গে নিয়ে রাতে তাকে গলা কেটে হত্যা করেন রুবেল।

সর্বশেষ খবর