মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ০০:০০ টা
জমি হস্তান্তর উৎসে কর

কালীগঞ্জে এমপির উদ্যোগে জটিলতার অবসান

গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি

কালীগঞ্জ উপজেলায় জমি হস্তান্তর উৎসে কর-সংক্রান্ত জটিলতার অবসান হচ্ছে। গাজীপুর-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামানের হস্তক্ষেপে এ সমস্যা সমাধান হলো। ১ জুলাই থেকে নতুন কর কার্যকর হবে। এতে একদিকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব পাবে। অন্যদিকে ক্রেতা-বিক্রেতার জমি হস্তান্তরে ভোগান্তি কমবে। জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ড গত বছর অক্টোবরে প্রজ্ঞাপন জারি করে। এতে বাংলাদেশের কয়েকটি জেলা-উপজেলার জমি পাঁচ শ্রেণিতে ভাগ করে নাল কাঠাপ্রতি উৎসে কর ন্যূনতম ১ লাখ টাকা নির্ধারণ করা হয়। পরে জাতীয়ভাবে আইনটি সংশোধনের দাবি তুললে নভেম্বরে কিছু জায়গায় কর কমিয়ে করা হয় ৫০ হাজার। এর মধ্যে ছিল কালীগঞ্জ উপজেলাও। এতে ভোগান্তি না কমায় কালীগঞ্জবাসী কর আরও কমানোর দাবি জানান। সংসদ সদস্য আখতারউজ্জামানের হস্তক্ষেপে কাঠাপ্রতি উৎসে কর ২০ হাজার টাকা ধার্য করা হয়।

টঙ্গী দলিল লেখক সমিতির সভাপতি টুটুল ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন বকুল জানান, উৎসে কর বৃদ্ধির পর টঙ্গীতে জমি কেনাবেচা অনেক কমেছে। এতে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। গাজীপুর সদর ও কালীগঞ্জে কর জটিলতা নিরসন হয়েছে। টঙ্গীতেও এ জটিলতা না থাকলে ভোগান্তি অনেক কমবে।

সর্বশেষ খবর