শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা
ঢাকার কেরানীগঞ্জ

সক্রিয় ফসলি জমির মাটি চোর চক্র

♦ মাটিবাহী ট্রলি, ট্রাক ও ডাম্পারের দাপটে ভাঙছে রাস্তাঘাট ♦ কৃষি জমি পরিণত হচ্ছে জলাশয়ে

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সক্রিয় ফসলি জমির মাটি চোর চক্র

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ফসলি ও খাস জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে একটি সংঘবদ্ধ চক্র। এতে মাটিবাহী ট্রলি, ট্রাক ও ডাম্পারের দাপটে ভাঙছে রাস্তাঘাট। দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের কুমলির চক মৌজায় চলছে এ মাটি চুরির হিড়িক। এতে শত শত বিঘা কৃষিজমি, ফসলি মাঠ পরিণত হচ্ছে জলাশয়ে। পাশাপাশি আশপাশের ফসলি জমি ও পরিবেশ নষ্ট হচ্ছে। অভিযোগ রয়েছে, কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছে। তা দেখেও না দেখার ভান করছেন সংশ্লিষ্টরা। মাটি চোর চক্রের সদস্যরা অর্ধশতাধিক সন্ত্রাসীর পাহারায় প্রতিদিন ভেকু ও ডাম্প ড্রেজারের সাহায্যে মাটি কেটে ট্রাকে ভরে বিভিন্ন স্থানে পাঠিয়ে দেয়। তবে বেশির ভাগ মাটি নিয়ে যাওয়া হচ্ছে আশপাশের ইটভাটায়। প্রতিদিন মাটি চোরেরা ২ শতাধিক মাহিন্দ্রা, ট্রাক দিয়ে মাটি চুরি করছে। রাতের আঁধারে ও কাকভোরে চলে মাটি কাটা। কেউ বাধা দিলে চলে নির্যাতন, হতে হয় বাড়িঘর ছাড়া। মাটি চোর চক্রের নেপথ্যে রয়েছেন স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক দলের নেতারা। মাটি চোর চক্রটি খাসসহ আশপাশের নিরীহ মানুষের ফসলি জমির মাটি চুরি করছে। এ অভিযোগে সম্প্রতি দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এসআই সরহাদ হোসেন কুমলিরচক এলাকায় অভিযান চালান। খবর পেয়ে মাটি চোর চক্রের সদস্যরা গাড়ি ও মাটি কাটার যন্ত্রপাতি নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীরা বলেন, মাটি কাটা ও বিক্রি কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল দস্যুবাহিনী; যারা মাটি বিক্রির কাঁচা টাকায় বেপরোয়া জীবন যাপন করে। দিনে জুয়া, রাতে মাদক সেবনের সঙ্গে চলে নানা অপকর্ম। এভাবে মাটি কাটতে থাকলে অনেক কৃষিজমি হারিয়ে যাবে। পাশাপাশি সেখানে গভীর গর্তে শুরু হবে মাটিধস। এ ব্যাপারে মুঠোফোনে বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশকর আলী বলেন, ‘এ মাটি চোরদের কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আমি একাধিকবার এদের দমন করার চেষ্টা করেছি।

কিছুতেই দমন করতে পারছি না। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’ দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আর রশীদ বলেন, ‘এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। এসআই মো. সরহাদ হোসেন বাদীকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন। তবে টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায়। এ অভিযান অব্যাহত থাকবে।’

 

সর্বশেষ খবর