শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

মোগলদের তলোয়ার ময়নামতী জাদুঘরে

কুমিল্লা প্রতিনিধি

মোগলদের তলোয়ার ময়নামতী জাদুঘরে

মোগলদের তলোয়ার -বাংলাদেশ প্রতিদিন

এবারের ঈদে নতুন আকর্ষণ নিয়ে এসেছে কুমিল্লা ময়নামতী জাদুঘর। দীর্ঘদিন অপ্রদর্শিত ছিল মোগলদের তলোয়ার জোড়া। জাদুঘর সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর থেকে এ তলোয়ার জোড়া পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আনুমানিক ১৮-১৯ শতাব্দীতে এ তলোয়ার তৈরি করা হয়। যা মোগলদের শেষ সময়ে ব্যবহৃত হয়।

দুই বছর আগে কুমিল্লার ময়নামতী জাদুঘরে তলোয়ার জোড়া পাঠানো হয় লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে। এর ইতিহাস বা বিস্তারিত তথ্য না থাকায় এটির রাসায়নিক পরীক্ষা ও গঠনগত পরীক্ষা করা হয়। পরীক্ষা নিরীক্ষা ও বিভিন্ন বিষয় পর্যালোচনা করে ধারণা করা হয়, এটি মোগলদের শেষ আমলে ব্যবহৃত তলোয়ার। আকৃতিও তেমনই, যা মোগলরা ব্যবহার করত। এ ছাড়া এটি তৈরির উপকরণ ও সৃষ্টির সময়সীমাও তাই। জাদুঘরের কাস্টডিয়ান শাহীন আলম বলেন, তলোয়ার জোড়া          অপ্রদর্শিত ছিল। গত ১৩ জুন আমরা তা প্রদর্শন করেছি। আমাদের ধারণা এ তলোয়ার জোড়া মোগলদের ব্যবহৃত। সরকারি নিয়ম অনুযায়ী ঈদের আগের দিন আর ঈদের দিন জাদুঘর বন্ধ। এরপরেই জাদুঘরে এসে তলোয়ার জোড়া দেখা যাচ্ছে। এ অঞ্চলের জন্য এটি ভিন্ন প্রত্নবস্তু, তাই এর আকর্ষণও ভিন্ন। বেশি দর্শনার্থী এলে বেশি পরিমাণে রাজস্ব আয় পাবে সরকার।

সর্বশেষ খবর