শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

অমানুষিক নির্যাতন দুই সন্তানের জননীকে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ৫ লাখ টাকা যৌতুক না পেয়ে শ্বশুরবাড়ির লোকজন নূরজাহান বেগম (৩০) নামে দুই সন্তানের জননীকে গরম খুন্তি দিয়ে স্পর্শকাতর অঙ্গ ও শরীরের বিভিন্ন অংশে ছ্যাঁকা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার শরীরে খুন্তির ছ্যাঁকার দাগ রয়েছে। কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধ নূরজাহান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। ঘটনার পর স্বামী খোরশেদ আলমসহ (৪৫) তার পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর পিতা জয়নাল আবেদীন। এ ঘটনায় গতকাল বিকালে ওই নারীর ভাশুর আলী আশ্রাফ, দুই জা শাহীনুর বেগম ও লাইলি বেগমকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। জানা যায়, বুধবার রাতে যৌতুকের টাকার জন্য নূরজাহানের সঙ্গে তার স্বামীর বাগবিতণ্ডা হয়। এ সময় স্বামী খোরশেদের সঙ্গে তার ভাই ও ভাইয়ের বউয়েরা নূরজাহানকে মারধর করেন। একপর্যায়ে দড়ি দিয়ে বেঁধে গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন অংশে ছ্যাঁকা দেয় তারা। অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, ওই নারীর বক্তব্য রেকর্ড করা হয়েছে।

 

 

 

সর্বশেষ খবর