শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

শরণার্থী দিবসের আলোচনা

কক্সবাজার প্রতিনিধি

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আলোচনা সভা ও র?্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উখিয়া কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে ব্র্যাক ও বিভিন্ন এনজিওর উদ্যোগে এর আয়োজন করা হয়। সকালে বিভিন্ন স্লোগানে একটি র‌্যালি ক্যাম্পের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যেখানে শতাধিক রোহিঙ্গা অংশ নেন। প্রায় ২ ঘণ্টার এ আয়োজনে রোহিঙ্গারা জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন দাবি তুলে ধরেন। রোহিঙ্গা নেতারা জাতিসংঘের কাছে মিয়ানমারের চলমান সংঘাত সমাধানের আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেজিস্ট্রার্ড ক্যাম্পে অতিরিক্ত ইনচার্জ হাবিবুর রহমান। এ সময় রোহিঙ্গা কমিউনিটি নেতা মাজেদ আবদুল্লাহসহ নেতৃবৃন্দ ও বিভিন্ন এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর