শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

ওসির পোস্টে শিশুর ঘরে ফেরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে হারিয়ে যাওয়া আড়াই বছরের এক শিশুকে ফিরে পেয়েছে পরিবার। বায়েজিদ থানার ওসি ফেসবুকে শিশুর পরিবারের সন্ধান চেয়ে পোস্ট করার পর হারানো রাফি ফিরে পেয়েছে পরিবারকে। গতকাল হারিয়ে যাওয়া রাফিকে তার বাবা-মায়ের হাতে তুলে দেন বায়েজিদ থানার ওসি সঞ্জয় কুমার সিনহা। রাফি রাঙামাটির লংগদু উপজেলার জুয়েল রানা-আফিয়া বেগম দম্পতির একমাত্র ছেলে। তারা নগরীর বায়েজিদ থানার শান্তিনগর এলাকায় থাকেন।  ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, শান্তিনগর এলাকা থেকে রাফি হারিয়ে যায়।

এরপর এক নারী তাকে আনন্দবাজার এলাকায় কাঁদতে দেখে থানায় নিয়ে আসে। পরে সন্ধান চেয়ে থানার নামে খোলা ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়। সেই পোস্ট দেখে এক ব্যক্তি রাফির মা-বাবাকে খবর দেন। এরপর তারা থানায় এলে রাফিকে তাদের হাতে তুলে দেওয়া হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর