শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শিবগঞ্জের আলোচিত ফিরোজা বেগম হত্যা মামলার প্রধান আসামি সৈকতকে (২৩) গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। সৈকতের বাড়ি উপজেলার চকভোলা খা। বগুড়া র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার  মীর মনির হোসেন জানান, সৈকতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, শিবগঞ্জের আঁচলাই দাবারপাড়া এলাকার মো. তাজুল ইসলামের সঙ্গে সৈকত ও অন্যান্য আসামিদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে পয়লা মে চক-ভোলাখা গ্রামস্থ জৈনক ফজলারের বাড়ির সামনে পৌঁছামাত্র আগে থেকে ওৎপেতে থাকা আসামিরা তার স্ত্রী ফিরোজা এবং ছেলেকে মারধর করে। এতে তার স্ত্রী গুরুতর আহত হয়। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজা মারা যান। এ ঘটনায় ওই দিন তাজুল ইসলাম শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

সর্বশেষ খবর