শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

নিখোঁজের ৪৫ দিন পর দুই সহোদর উদ্ধার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নিখোঁজের ৪৫ দিন পর স্কুলপড়ুয়া শিক্ষার্থী দুই সহোদর রাফি (১৪) ও রাফাতকে (১২) উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। বুধবার রাতে চট্টগ্রামের ভূজপুর থানার বুহাপুর গ্রাম থেকে তাদের উদ্ধার করা হয়। তারা মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। জেলা পুলিশের ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, অভাব-অনটনের কারণে গত ৫ মে সৎবাবার ঘর থেকে পালিয়ে গিয়ে চট্টগ্রামে আসল বাবা সালামের বাড়িতে আশ্রয় নেয় দুই ভাই।

সর্বশেষ খবর