রবিবার, ২৩ জুন, ২০২৪ ০০:০০ টা

আওয়ামী লীগে সংঘর্ষ, গোলাগুলি

বাজারে ডাক নিয়ে নেত্রকোনায় আধিপত্য নিয়ে নরসিংদীতে এ ঘটনা

নেত্রকোনা ও নরসিংদী প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় বাজারের ডাক নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। ঘটনার পর বাজারের ডাকও স্থগিত করা হয়েছে। গতকাল বিকালে কলমাকান্দা সদরের নায়েবের কার্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নায়েবের অফিসে কলমাকান্দা সদরের সাপ্তাহিক বাজার নিলামের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে নিলাম কার্যক্রম শুরু হয়। এ সময় নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস বাবুলের ভাই রতন মাস্টার পরাজিত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান চয়নকে ডাকে অংশ নিতে নিষেধ করেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যেই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে চয়নসহ ১৬ জন আহত হয়। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলমাকান্দা থানার ওসি লুৎফুল হক জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইটপাটকেলের আঘাতে কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেউ এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি। এদিকে নরসিংদীর রায়পুরায় গোষ্ঠীগত দাঙ্গা এবং এলাকার আধিপত্ব বিস্তারকে কেন্দ্র দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। গতকাল সন্ধ্যায় মেথিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রায়পুরা থানা ও ডিবি পুলিশের একাধিক টিম ঘটনাস্থলের পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে চারজন আহত হয়েছেন। জানা যায়, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে রায়পুরার মেতিকান্দা গ্রামের আবিদ হোসেন রুবেলের সঙ্গে একই গ্রামের সাবেক ইউপি সদস্য হারুনের দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুমনকে পিটিয়ে হত্যা করে ভাইস চেয়রম্যান প্রার্থী আবিদ হোসেন রুবেল ও তার সমর্থকরা। জেলা গোয়েন্দা শাখার ওসি খোকন চন্দ্র সরকার বলেন, এলাকার আধিপত্ব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হট্রোগোল হয়েছে।

 

সর্বশেষ খবর