রবিবার, ২৩ জুন, ২০২৪ ০০:০০ টা

সাপের কামড়ে মৃত্যু দুই শিশুর

চুয়াডাঙ্গা ও বেনাপোল প্রতিনিধি

সাপের কামড়ে চুয়াডাঙ্গা ও যশোরে দুই শিশু মারা গেছে। যশোরের শার্শায় ফুপুর বাড়িতে বেড়াতে গিয়ে সাপের কামড়ে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ফোরকানুল ইসলাম (১২) উপজেলার ডিহি ইউনিয়নের টেংরালি গ্রামের আলমগীর হোসেনের ছেলে। শুক্রবার রাতে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফোরকনুল চৌগাছা উপজেলার একটি হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করত। এদিকে চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাপের কামড়ে আজমির হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজমির ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।  স্বজনরা জানান, বিকালে বাড়ির পাশে খেলছিল আজমির। সে ইঁদুরের গর্তে হাত দিলে একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়।

 শিশুটি চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করলে স্বজনরা তাকে গ্রামের একজন ওঝার (কবিরাজ) কাছে নিয়ে যান। এ সময় আজমিরকে ইঁদুরে কামড় দিয়েছে বলে জানান ওঝা। কিন্তু পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

সর্বশেষ খবর