রবিবার, ২৩ জুন, ২০২৪ ০০:০০ টা

কৃষককে পিটিয়ে জখম

নোয়াখালী প্রতিনিধি

সরকারি বিদ্যুৎ খুঁটি থেকে লাইন সরিয়ে না নেওয়ায় নোয়াখালীর কবিরহাটের নবগ্রাম এলাকার শরীয়তনগর গ্রামে দেলোয়ার হোসেন দেলু (৬০) নামে এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে দুলাল, বেলাল, কালাম ও আনোয়ারের নেতৃত্বে ওই কৃষকের ওপর হামলা করা হয়। গুরুত্বর অবস্থায় দেলোয়ারকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাজী তবারক জানান, এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন আহত দেলোয়ার ও তার স্বজনরা জানান, বসত ঘরের পাশে গত ৫ বছর ধরে বিদ্যুতের খুঁটি থেকে পার্শ্ববর্তী লোকজন বিদ্যুতের লাইন ব্যবহার করছে। শুক্রবার বিকালে বসত ঘরের পুরনো লাইনের সংযোগ মেরামত করতে গেলে বাধা দেন প্রতিপক্ষরা। এই সময় তারা দুলাল ও বেলালের নেতৃত্বে দেলুকে পিটিয়ে গুরুতর আহত করে। দেলোয়ার ও জাকির হোসেন মাস্টারসহ স্থানীয়রা জানান, বেলাল মাদক ব্যবসায়ী ও সেবী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর