রবিবার, ২৩ জুন, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ধুনটে রাস্তা থেকে তুলে নিয়ে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই গৃহবধূ শুক্রবার সন্ধ্যায় পারিবারিক কাজে একাই প্রতিবেশীর বাড়িতে যান। সেখান থেকে নিজ বাড়ি ফেরার সময় রাত সাড়ে ৮টার দিকে তাকে রাস্তা থেকে তুলে একটি বাঁশবাগানে নিয়ে দুই যুবক পালাক্রমে ধর্ষণ করে। ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছলে ওই যুবকরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান জানান, ধর্ষণের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকা এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর