সোমবার, ২৪ জুন, ২০২৪ ০০:০০ টা

পরিত্যক্ত ট্রাঙ্কে যুবকের লাশ

ফেনীতে ছুরি মেরে যুবক হত্যা

ফেনী ও কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

কেরানীগঞ্জে রাস্তার পাশে ফেলে রাখা একটি ট্রাঙ্কের (সুটকেস) ভিতর থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জের জাজিরা বোটঘাট এলাকায় সেতুর পাশে তালাবদ্ধ ট্রাঙ্কে গতকাল লাশটি পাওয়া যায়। তার পরনে ছিল নীল রঙয়ের ট্রাউজার। এলাকাবাসী জানায়, জাজিরা বোটঘাট এলাকার ব্রিজের পাশে গতকাল সকালে একটি টিনের ট্রাঙ্ক পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের সন্দেহ হলে থানায় জানান। পুলিশ ট্রাঙ্কের তালা ভেঙে লাশ উদ্ধার করে। জাজিরা পুলিশ ফাঁড়ির এসআই আল-মামুন জানান, স্থানীয় নজরুল নামের এক ব্যক্তির ফোন পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মামুন অর রশীদ বলেন, এ ঘটনায় পুলিশ থানায় মামলা করেছে।

এদিকে ফেনীতে সুমন (২৩) নামে এক যুবককে ছুরি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার রানীরহাট বাজার সংলগ্ন আল-আমিন একাডেমির সামনে শনিবার রাতে এ ঘটনা ঘটে। সুমন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বশির আহাম্মদের ছেলে। ফেনীর কাজিরবাগ ইউনিয়নে সুমনের পরিবার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে।

সর্বশেষ খবর