সোমবার, ২৪ জুন, ২০২৪ ০০:০০ টা

প্রতিবেশীর মারধরে খামারি নিহত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় প্রতিবেশীর মারধরে ইউনুস আলী (৫০) নামে এক খামারির মৃত্যুর অভিযোগ উঠেছে। সদর উপজেলার বালা কৈগাড়ী এলাকায় শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ইউনুস ওই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় মুরগির খামারি ছিলেন। নিহতের ছেলে গোলাম রসুল জানান, গত বৃহস্পতিবার আমার মানসিক বিকারগ্রস্ত বড় ভাই শাহীনের সঙ্গে প্রতিবেশী ওহাব আলীর স্ত্রীর ধাক্কা লাগে। ওই গৃহবধূ তার পরিবারকে জানায় শাহীন তার গায়ে হাত দিয়েছে। এর জেরে ওহাবসহ কয়েকজন শাহীনকে মারধর করে। শনিবার সন্ধ্যার দিকে আমি ও বাবা প্রতিবাদ করলে আমাদেরও মারধর করে তারা। একপর্যায়ে বাবাকে ড্রেনের কাদায় মাথা চেপে ধরে হত্যা করে। সদর থানার পরিদর্শক (তদন্ত) জানান, ইউনুসের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর