সোমবার, ২৪ জুন, ২০২৪ ০০:০০ টা

এক বাগানে ২০ জাতের ফল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

এক বাগানে ২০ জাতের ফল

বগুড়ার নন্দীগ্রামে মিশ্রফল বাগান গড়ে তুলে সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন উজ্জ্বল নামের এক যুবক। পড়াশোনা শেষে ইউটিউব দেখে নিজের পরিশ্রমে পাঁচ বিঘা জমিতে গড়ে তুলেছেন বাগান। তার বাগানে সারি সারি করে লাগানো হয়েছে হরেক রকম ফলের গাছ। জানা যায়, ছাত্রজীবনে টিউশনির ১২০০ টাকা দিয়ে প্রথমে ৪০টি চায়না-৩ জাতের বারোমাসি লেবুর চারা ৫ শতক জমিতে রোপণ করেন উজ্জ্বল। এক সময় ৪০টি গাছের লেবুর পাশাপাশি গুটি কলম বিক্রিও শুরু করেন তিনি। এরপর আর পেছনে তাকাতে হয়নি। উজ্জ্বল জানান, কৃষি অফিসের পরামর্শে পাঁচ বিঘা জমিতে মিশ্রফল বাগান গড়ে তুলেছেন। তার বাগানে দার্জিলিং কমলা, ভিয়েতনামী মাল্টা, চায়না কমলা, আফ্রিকান হলুদ মাল্টা, সিডলেস লেবু, নেপালি সাগর কলা, রংবিলাস আঁখ, ফিলিপাইন ব্লাক আখ বলসুন্দরী কুলসহ প্রায় ২০ প্রজাতির ফল গাছ রয়েছে। বর্তমানে তিনি লাখ লাখ টাকার ফল বিক্রি করছেন। পাশাপাশি তিনি সারা দেশে চারাও বিক্রি করেন। তার এমন উদ্যোগ দেখে আশপাশের অনেক বেকার যুবক মিশ্রফল বাগান করার জন্য পরামর্শ নিতে আসছে। নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল জানান, তরুণ উদ্যোক্ত উজ্জ্বলকে শুরু থেকে ফল বাগান করার জন্য সব ধরনের পরামর্শসহ সার্বিক সহযোগিতা করা হয়েছে।

সর্বশেষ খবর