সোমবার, ২৪ জুন, ২০২৪ ০০:০০ টা

বর্তমান সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে : খোকন

নরসিংদী প্রতিনিধি

বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘শেখ হাসিনা সরকার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। উন্নত চিকিৎসার অভাবে তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগুচ্ছে। শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশের শিকার হচ্ছেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার কিছু হলে তার সব দায়-দায়িত্ব শেখ হাসিনাকে বহন করতে হবে।’

গতকাল সন্ধ্যায় শহরের চিনিশপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের সভাপতিত্বে¡ অনুষ্ঠানে বক্তৃতা করেন সদস্য সচিব মনজুর এলাহী, বিএনপি নেতা সরদার শাখাওয়াত হোসেন বকুল, এম এ জলিল, অ্যাডভোকটে  আবদুল বাসেত, অধ্যাপক বিজি রশিদ নওশের, নরসিংদী শহর বিএনপির সভাপতি গোলাম কবরি, সদর থানা বিএনপির সভাপতি আবু সালেহ প্রমুখ। আলোচনা সভা শেষে খালেদা জিয়ার  রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।

সর্বশেষ খবর