সোমবার, ২৪ জুন, ২০২৪ ০০:০০ টা

নবজাতকের পেট কাটার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সিজারিয়ান অপারেশনের সময় নবজাতক এক মেয়ে শিশুর পেট কেটে ফেলার পরেও দীর্ঘক্ষণ বিনা চিকিৎসায় তাকে ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। শহরের ঝিলটুলীতে সৌদি বাংলা প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। অবস্থা গুরুতর হওয়ায় শিশুটিকে সেখান থেকে ফরিদপুর শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুর বাবা শহরের বাসিন্দা নায়েব আলী জানান, শনিবার সন্ধ্যায় তার স্ত্রীকে সিজারিয়ান অপারেশন করেন ডা. শিরিনা আক্তার। এ সময় আমার মেয়ের নাভির পাশে পেটের অংশ কেটে ফেলেছেন চিকিৎসক। অভিযুক্ত চিকিৎসক শিরিনা আক্তার বলেন, অসাবধানতায় হয়তো নাভির ওই অংশে নাড়ি ছিঁড়ে যায়।

সৌদি-বাংলা হাসপাতালটির চেয়ারম্যান শহিদুল ইসলাম লিখন বলেন, এটি একটি অনাকাক্সিক্ষত ঘটনা।

সর্বশেষ খবর