বুধবার, ২৬ জুন, ২০২৪ ০০:০০ টা

প্রবীণ আওয়ামী লীগ নেতা সফিক শিকদারের ইন্তেকাল

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি সফিকুল ইসলাম শিকদার আর নেই। সোমবার রাত পৌনে ১১টায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার ছোটভাই কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে নগরীর সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

আজ বুধবার বাদ আসর কুমিল্লা টাউন হল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পরিবার ও দলীর সূত্র জানায়, সফিক শিকদার ৮০-এর দশকে ছিলেন রাজপথ কাঁপানো ছাত্রনেতা। তিনি সুবক্তা ছিলেন। তিনি কুমিল্লা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

সর্বশেষ খবর