বুধবার, ২৬ জুন, ২০২৪ ০০:০০ টা

নৈশপ্রহরী হত্যায় যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নৈশপ্রহরী রাজেশ বিশ্বাস হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন এবং ১০ বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে তিনজনকে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবদুল হান্নান গতকাল এ রায় দেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন- আশুগঞ্জ উপজেলার বগইর গ্রামের জামাল হোসেন ও আড়াইসিধা গ্রামের জমির হোসেন। একই উপজেলার চরচারতলার মোস্তফা, শাহাদাৎ হোসেন ও মাসুম কবিরকে দেওয়া হয়েছে ১০ বছরের কারাদন্ড।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. দ্বীন ইসলাম বলেন, আদালত যে রায় দিয়েছেন তা সন্তোষজনক। এভাবে ন্যায়বিচার হলে দেশে অপরাধ প্রবণতা কমে আসবে।

উল্লেখ্য, ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর আশুগঞ্জে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) শাখায় ডাকাতি করতে গিয়ে নৈশপ্রহরী রাজেশ বিশ্বাসকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই শাখার ব্যবস্থাপক মোবাশ্বের হোসেন অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।

সর্বশেষ খবর