বুধবার, ২৬ জুন, ২০২৪ ০০:০০ টা

পুলিশ পরিচয়ে চাঁদা দাবি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের এসআই পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে সুমন নামের একজনের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আশেক আলী। তদন্ত কেন্দ্রের ইনচার্জ এম এ আজিজ বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার রাতে আশেক আলীর বাড়িতে তার অনুপস্থিতে দুজন অজ্ঞাত ব্যক্তি আসেন। তখন আশেকের বাবা বাদশা মিয়া পরিচয় জানতে চাইলে তারা কিছু না বলেই সটকে পড়ে। যাওয়ার সময় একটি মোবাইল ফোন ফেলে যায়। শনিবার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই পরিচয়ে আশেকের মুঠোফোনে কল করেন সুমন। তাকে নগদ ২০ হাজার টাকা ও ফেলে আসা মোবাইল ফোন নিয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ডাকেন। দ্রুত দাবিকৃত টাকা ও মোবাইল না দিলে গ্রেফতারের হুমকি দেওয়া হয়। আশেক পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে পুরো ঘটনা বলেন। তখন তিনি জানতে পারেন সুমন নামে কোনো পুলিশ সদস্য ওই তদন্ত কেন্দ্রে নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর