বুধবার, ২৬ জুন, ২০২৪ ০০:০০ টা

একসঙ্গে তিন সন্তান জন্ম

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন ছকিনা বেগম (৪০) নামে এক গৃহবধূ। তিন নবজাতক ও তাদের মা সুস্থ আছেন। এ তিন সন্তান ছাড়াও তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। সোমবার রাত ১১টার দিকে পাংশা আধুনিক ক্লিনিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তার তিন ছেলে সন্তানের জন্ম হয়। ছকিনা বেগম কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামের মো. বিল্লাল খানের স্ত্রী। তিন সন্তানের পিতা মো. বিল্লাল খান বলেন, সবাই সুস্থ আছেন বলে আমি খুশি।

সোমবার রাত ১০টার দিকে আমার স্ত্রীর প্রসব বেদনা ওঠে। দ্রুত পাশের উপজেলার আধুনিক ক্লিনিকে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে স্বাভাবিকভাবে তিন সন্তান জন্ম দেয় আমার স্ত্রী।

পাংশা আধুনিক ক্লিনিকের ডা. মো. খোন্দকার আবু জালাল বলেন, তিনজন বাচ্চা স্বাভাবিকভাবে জন্ম নিয়েছেন। আমরা অনেক খুশি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর