বুধবার, ২৬ জুন, ২০২৪ ০০:০০ টা

অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে অপহৃত শিশু শাহিলকে (৮) উদ্ধার করেছে পুলিশ। এ সময় গ্রেফতার করা হয়েছে দুজনকে। তারা হলো আল আমিন (২৭) ও নুর ইসলাম (৩৫)। দুজনই রাজধানীর কাফরুলের বাসিন্দা। দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওসি মামুনুর অর-রসিদ। তিনি বলেন, গত রবিবার রাত ৮টার দিকে শুভাঢ্যা ইউনিয়নের গোলাম বাজারের ভাড়াটিয়া মো. রুবেলের ছেলে শাহিল বাসার নিচ থেকে নিখোঁজ হয়। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে দুজনকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

পরদিন অজ্ঞাত নাম্বার থেকে বাবার মুঠোফোনে কল করে ছেলেকে অপহরণ করা হয়েছে বলে দাবি করা হয় ৫ লাখ টাকা। শাহিলের হাত-পা বাঁধা একটি ভিডিও পাঠায় রুবেলের মোবাইলে। বিষয়টি কাউকে জানালে ছেলেকে হত্যার হুমকি দেয়। রুবেল এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ দেন।

সর্বশেষ খবর