শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ০০:০০ টা

সড়কে আট জেলায় ঝরল ১৩ প্রাণ

প্রতিদিন ডেস্ক

সড়কে আট জেলায় ঝরল ১৩ প্রাণ

আট জেলায় সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। বুধবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

রংপুর : মিঠাপুকুর ও তারাগঞ্জ উপজেলায় গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে মিঠাপুকুরে ট্রাকচাপায় মারা যান লিখন মিয়া (২৭) নামে এক যুবক। তিনি মিঠাপুকুরের পূর্ব মুরাদপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। তারাগঞ্জের ইকরচালী বাজার এলাকায় ব্যাটারি চালিত অটোর সঙ্গে সংঘর্ষ প্রাণ হারান মোটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদের তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বগুড়া : দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় সাদেকুল ইসলাম (১৯) ও মোকাদ্দেস (১৮) নামে দুজন মারা গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া : কসবায় গতকাল ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় সাইফ (২০) ও রাজু (২০) নামে দুজন মারা গেছেন।

গোপালগঞ্জ : জেলায় গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় নৃপেণ মজুমদার এক ব্যবসায়ী ও ছকু শেখ নামে এক ব্যক্তি মারা গেছেন।

দিনাজপুর : বিরামপুরে গতকাল মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় মারা গেছে তাহমিদ সরকার (৮) নামে এক শিশু। এদিকে চিরিরবন্দরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত জবেদ আলী গতকাল মারা গেছেন।

জয়পুরহাট : জেলায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে জুথী আক্তার (২২) নামে এক নারী এনজিও কর্মীর।

নাটোর : লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় ব্যাটারিচালিত চার্জার ভ্যানের যাত্রী আরজিনা খাতুন (৪৫) মারা গেছেন।

ভালুকা : ময়মনসিংহের ভালুকায় গতকাল যাত্রীবাহী বাস খাদে পড়ে পলাশ চন্দ্র (৩৩) নামে বাসের এক হেলপার মারা গেছেন।

সর্বশেষ খবর