শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ০০:০০ টা

ফুলে ফুলে সেজেছে স্কুল

দিনাজপুর প্রতিনিধি

ফুলে ফুলে সেজেছে স্কুল

ফুল দিয়ে সাজানো স্কুল -বাংলাদেশ প্রতিদিন

দিনাজপুর শহরের এক স্কুল ক্যাম্পাসে ফুটেছে নানা প্রজাতির ফুল। মনে হবে প্রকৃতির নির্মল পরিবেশ বিরাজ করছে। বলা হচ্ছে জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী ‘ সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে’র কথা। এ স্কুল ক্যাম্পাসের বাগান এখন লাল শাপলাসহ নানা ফুলে সুবাসিত। একই সারিতে স্মৃতিসৌধ ও শহীদ মিনার আর মাঝখানে বাংলাদেশের মানচিত্র সবাইকে আকর্ষণ করছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিকতায় সবুজে ভরে গেছে ক্যাম্পাস। বাগানে রয়েছে শাপলাসহ দেড় শতাধিক উদ্ভিদ প্রজাতি, যার ৪০টিই দুষ্প্রাপ্য। সবার অতি যত্নে সতেজ রয়েছে গাছগুলো। সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায় জানান, দাবদাহের সময়ে ক্যাম্পাসের গাছগুলোর বাড়তি যত্ন নেওয়া হয়েছে। এ কারণে গাছ যেমন সতেজ রয়েছে তেমনি ফুটেছে ফুল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর