শুক্রবার, ১২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সাগরে নিষেধাজ্ঞা, অর্থকষ্টে জেলেরা

পিরোজপুর প্রতিনিধি

সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের অবরোধ শেষ দিকে। ট্রলার মেরামতসহ অন্য কাজে সময় কাটছে ট্রলার মালিক-জেলেদের। দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকায় অর্থ কষ্টে পড়েছেন জেলেরা। সাগরে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে মাছ ধরার ওপর ২০ মে থেকে ৬৫ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। বর্তমানে পিরোজপুরের বিভিন্ন এলাকায় ট্রলার মেরামতসহ অন্যান্য কাজে সময় পার করছেন ট্রলার মালিক ও জেলেরা। সবার তোড়জোড় চলছে ২৩ জুলাই অবরোধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যাতে সমুদ্রে যাত্রা করতে পারেন। দীর্ঘ সময় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকায় জেলে ছাড়াও এ পেশার ওপর নির্ভরশীল কয়েক হাজার মানুষ বেকার হয়ে পড়েছেন।

সর্বশেষ খবর