সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সালিশে নির্যাতনের ভিডিও ভাইরাল দুই ইউপি সদস্য আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চুরির অপবাদে সালিশে এক নারীকে নির্যাতনের অভিযোগে দুই ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। উপজেলার বিষ্ণুপুর গ্রাম থেকে শনিবার রাতে তাদের আটক করে গতকাল আদালতে পাঠানো হয়। আটকরা হলেন- বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য ইসহাক মোল্লা এবং ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য হোসেন মিয়া। এ ঘটনায় হওয়া মামলা সূত্রে জানা যায়, মোবাইল চুরির অপবাদে গত বৃহস্পতিবার অভিযুক্তরা শারমীন আক্তার নামে একজনকে মহেষপুর গ্রামের হুমায়ুনের বাড়িতে ডেকে নেন। সেখানে তার ওপর চলে অমানুষিক নির্যাতন। ইসহাক মোল্লা ওই নারীর নাক, মুখ ও চোখে গামছা বেঁধে শরীরে গরম পানি ঢেলে দেন। লাঠি দিয়ে হাত, পাসহ বিভিন্ন অংশে পিটিয়ে জখম করেন। বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) হাসান জামিল জানান, নারী নির্যাতনের ভিডিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজ দেখে ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান দুই সদস্যকে আটক করে পুলিশ। অন্যদের গ্রেফতারে অভিযান চালছে। ইসহাক মোল্লা জানান, সালিশের সিদ্ধান্ত অনুযায়ী ওই নারীকে মারধর করা হয়েছে। ইউপি  চেয়ারম্যান জামাল উদ্দিনের মুঠোফোনে কল দিলে তিনি কথা বলবেন না জানান।

সর্বশেষ খবর