বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সমুদ্রে যাচ্ছেন উপকূলের জেলেরা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

মঙ্গলবার মধ্যরাতে শেষ হয়েছে সমুদ্রে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা। বরগুনার পাথরঘাটাসহ উপকূলের মৎস্য শ্রমিকদের মধ্যে এখন আনন্দ বইছে। গভীর সমুদ্রে মাছ শিকারে যাচ্ছে উপকূলীয় জেলেরা। এর আগে দেশের মৎস্য সম্পদের সুরক্ষা ও মাছের বংশবিস্তারে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। পাথরঘাটা উপকূল ঘুরে দেখা গেছে, দীর্ঘ অলস সময় কাটিয়ে জেলেরা মাছ শিকার করতে সমুদ্রে রওয়ানা দিচ্ছে। অনেক আশা নিয়েই তারা যাচ্ছেন। চরলাঠিমারা গ্রামের বাসিন্দা জেলে সোবাহান ও দেলোয়ার বলেন, অনেক আশা ভরসা নিয়ে সাগরে রওয়ানা হলাম। এবার আশাবাদী অনেক মাছ ধরা পড়বে। কারফিউ শেষে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকে অনেকেই প্রস্তুতি শেষ করছেন। আবার যারা তা পারেননি তারা জাল বুনছে, কেউ ট্রলার ধুয়ে পরিষ্কার করছেন, আবার অনেকেই বরফ সংগ্রহ কাজে ব্যস্ত রয়েছেন। জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসিন বলেন, বরগুনা জেলায় ৩৬ হাজার ২২ জন নিবন্ধিত জেলে রয়েছেন।

সর্বশেষ খবর