শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

চার দিন পর বন্দরে কার্যক্রম শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি

কারফিউ শিথিল করার পর কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দর দিয়ে বুধবার বিকাল থেকে পণ্য আমদানি শুরু হয়েছে। তবে পণ্য রপ্তানি শুরু হয়নি। টানা চার দিন পর এ বন্দর দিয়ে আমদানি শুরু হওয়ায় বন্দর সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরেছে। সিঅ্যান্ডএফ এজেন্ট সভাপতি রাকিব হোসেন জুয়েল জানান, সারা দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হলে সোনাহাট স্থলবন্দর কর্তৃপক্ষ বাংলাদেশ-ভারত মালামাল পরিবহনে নিষেধাজ্ঞা প্রদান করে। ফলে এ বন্দর দিয়ে মালামাল আমদানি-রপ্তানি সাময়িকভাবে বন্ধ থাকে।

সর্বশেষ খবর