শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ধর্ষণ মামলায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ মামলায় পুলিশের এসআই মিথুন সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর বুধবার এ আদেশ দেন। মিথুন বগুড়ার শেরপুর থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি শেরপুর জেলা সদরের বয়ড়া পালপাড়ায়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এক বছর আগে তাকে সাময়িক বরখাস্ত করে বগুড়া পুলিশ লাইনসে পাঠানো হয়। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর আইনজীবী আশেকুর রহমান সুজন জানান, গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য আদালত থেকে পুলিশ সুপার এবং রাজশাহী রেঞ্জের ডিআইজির কাছে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে। জানা যায়, ভুক্তভোগী ছাত্রী রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। মেয়েটির জন্মদিনে বেড়াতে যাওয়ার কথা বলে কৌশলে শেরপুর শহরের একটি বাসায় নিয়ে ধর্ষণ করেন।

সর্বশেষ খবর