শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

সমন্বয়ক পরিচয়ে সহিংসতা রোখার আহ্বান

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাস, লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তারা এ সময় ভুয়া সমন্বয়কের বিরুদ্ধে অবহিতকরণ, অনিয়ম, সন্ত্রাস, লুটপাট ও সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। কুড়িগ্রাম প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সমন্বয়ক লাইলাতুল ইসলাম রুমান। তিনি বলেন, ছাত্র আন্দোলনে দেশে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জিত হয়। এ অবস্থায় একটি স্বার্থান্বেষী মহল কুড়িগ্রামের বিভিন্ন স্থানে সন্ত্রাস, লুটপাট এবং সহিংসতা ঘটাতে থাকে।

যার সঙ্গে কুড়িগ্রামের আন্দোলনকারী কোনো শিক্ষার্থীর সংশ্লিষ্টতা নেই। এরা আমাদের মতো কোটা আন্দোলনকারী সমন্বয়ক পরিচয়ে অপপ্রচার চালাচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজির চেষ্টা করছে। এ সময় তারা ৪১ জনের নাম জেলার সমন্বয়কারী হিসেবে সাংবাদিকদের সামনে প্রকাশ করে।

সর্বশেষ খবর