সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ভরসা দড়িটানা নৌকা

নওগাঁ প্রতিনিধি

ভরসা দড়িটানা নৌকা

নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এবং তিলকপুর ইউনিয়নকে বিভক্ত করেছে ছোট যমুনা নদী। দুই ইউনিয়নের মানুষের মধ্যে যোগাযোগের একমাত্র ভরসা দড়িটানা নৌকা। প্রতিদিন অন্তত দেড় হাজার মানুষ এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যাতায়াত করেন নানা কাজে। ঝুঁকি নিয়ে নদী পার হতে হয় তাদের। এলাকাবাসীর দাবি, এখানে সেতু হলে ভোগান্তি যেমন কমবে, তেমনি গতি আসবে অর্থনীতিতে। বর্ষা মৌসুমে ছোট যমুনার পানিতে টইটুম্বর থাকায় ভয়ংকর রূপ ধারণ করে। এ সময় বেড়ে যায় দুর্ঘটনার আশঙ্কা। নৌকা থেকে পড়ে প্রায়ই বইখাতা ও পোশাক ভিজে যায় শিক্ষার্থীদের। ছোট যমুনার পশ্চিম তীরে বক্তারপুর গ্রাম। গ্রামে রয়েছে হাটবাজার, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক ও উচ্চবিদ্যালয়। বক্তারপুরের বাসিন্দা আবুল কালাম বলেন, চাকলা নতুন হাটে নদীর ওপার থেকে লোকজন এসে কেনাকাটা করে আবার ঝুঁকি নিয়ে নদী পার হয়। এখানে একটা ব্রিজ খুবই দরকার। চাকলা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী চৌতি জানায়, আমার বিদ্যালয় নদীর ওপারে। প্রায় ৯ বছর ধরে ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছি। অনেক সময় নৌকাডুবির ঘটনাও ঘটে। শিক্ষার্থীদের বইখাতা, পোশাক ভিজে যায়। চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেলী পারভীন বলেন, আমার বাড়ি ইকরতাড়া গ্রামে। নদীর ওপারে। ছোট ছোট ছেলেমেয়েরা নৌকা দিয়ে পার হয়ে বিদ্যালয়ে আসে। বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়ায় শিক্ষার্থীদের ভোগান্তি বেড়ে যায়। নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, সদর উপজেলার ছোট যমুনা নদীর ওপর চাকলা খেয়াঘাটে একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ খবর