মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

শহীদ ও পঙ্গু পরিবারে চাকরি দাবি

কুষ্টিয়া প্রতিনিধি

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও পঙ্গু পরিবারে অন্তত একজন করে সরকারি চাকরির দাবি জানিয়েছেন সম্মিলিত পেশাজীবী পরিষদ। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা ও পরিবারে আর্থিক সহায়তার দাবিও জানানো হয়। এ দাবিতে সংগঠনটির কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট শামিম উল হাসান অপুর নেতৃত্বে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি দেওয়া হয়েছে। গতকাল জেলা প্রশাসক এহেতেশাম রেজার কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। মোস্তাফিজুর রহমান সুমন, স্বপন মাহমুদ, হাসান টুটুলসহ সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর