পাথরঘাটায় ৭ মণ ওজনের চারটি শাপলা পাতা মাছ জব্দ করেছে বনবিভাগ। উপজেলার বিএডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে জেলেরা বিক্রির জন্য আনলে এগুলো জব্দ করা হয়। পালিয়ে যায় ক্রেতা-বিক্রেতা। বনবিভাগের কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে শাপলা পাতা মাছ ধরা, বিক্রি এবং মজুত করা সম্পূর্ণ নিষিদ্ধ। চারটি শাপলা পাতার ওজন হবে প্রায় ৭ মণ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কেরোসিন দিয়ে এগুলো মাটিচাপা দেওয়া হয়েছে।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) শাপলা পাতা মাছকে বিপন্ন প্রায় প্রজাতি হিসেবে অন্তর্ভুক্ত করেছে। সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় শাপলা পাতা মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশে এ মাছ ধরা এবং বিক্রি আইনত দন্ডনীয় অপরাধ। শাপলা পাতার বিচরণ ক্ষেত্রগুলোয় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করার কথা ভাবল মৎস্য বিভাগ।