বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

রিসোর্টে নোনা পানির কুমির

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের একটি রিসোর্টে অবৈধভাবে আটকে রাখা একটি নোনা পানির কুমির উদ্ধার করেছে বনবিভাগ। গতকাল মহানগরের নীলেরপাড়া এলাকার পাখির স্বর্গ রিসোর্টে অভিযান চালিয়ে এটি উদ্ধার করা হয়। বনবিভাগ জানায়, কুমিরটির বয়স আনুমানিক ২০ বছর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী কর্মকর্তা-কর্মচারীরা সেভ ওয়াইল্ড লাইফ এবং নেচার (সোয়ান) এর সদস্যদের সহযোগিতায় কুমিরটি উদ্ধার করেন। বন্যপ্রাণী আইন অনুযায়ী নোনাপানির কুমির কোথাও রাখা যাবে না। এখান থেকে যে কুমিরটি উদ্ধার করা হয়েছে তা নোনা পানির কুমির, যা প্রায় ২০ বছর ধরে অবৈধভাবে আটকে রাখা হয়েছিল। ওসি রফিকুল ইসলাম বলেন, এটি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কুমির বেষ্টনীতে অবমুক্ত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর