বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর সারা দেশের মতো নারায়ণগঞ্জ আইন কলেজেও লেগেছে সংস্কারের ছোঁয়া। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় কলেজপ্রাঙ্গণ। ধারাবাহিকভাবে অন্য বিষয়গুলোও সংস্কার করা হবে জানিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল সকাল থেকে কলেজের অধ্যক্ষ অ্যাড. সাখাওয়াত হোসেন ভূঁইয়ার তত্ত্বাবধানে চলে পরিচ্ছন্ন কর্মসূচি। এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা শ্যামল পাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফারহানা মানিক মুনা, শাহেদ হোসাইন, সজিব নূর, এনায়েত উল্লাহ, শাহিন আহমেদ, সায়মা সুলতানা প্রমুখ।