মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

পদ্মা-মেঘনায় জেলের জালে ধরা পড়ছে না ইলিশ

চাঁদপুর প্রতিনিধি

পদ্মা-মেঘনায় জেলের জালে ধরা পড়ছে না ইলিশ

চাঁদপুরের পদ্মা-মেঘনায় ভরা মৌসুম হলেও জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। জেলেরা দিন-রাত নদীতে জাল ফেলে মাছ না পেয়ে হতাশ। জেলেরা যে পরিমাণ ইলিশ পাচ্ছে, তাতে লাভ দূরে থাক, নৌকার জ্বালানি খরচই উঠে আসছে না। গত মার্চ-এপ্রিল দুই মাস জাটকা রক্ষা অভিযান শেষে মহাজনের দেনা কাঁধে নিয়ে জেলেরা নদীতে নামে। ভরা মৌসুম শুরু হলেও জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে জেলার অর্ধ-লক্ষাধিক জেলে আর্থিক সংকটে পড়েছেন। মৎস্য কর্মকর্তারা বলছেন, শিগগিরই জেলের জালে ইলিশ ধরা পড়বে। গতকাল বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, হাঁকডাক দিয়ে ইলিশ বিক্রি হচ্ছে। জেলে মালেক গাজী ও সলেমান দেওয়ান বলেন, মাছ না পেয়ে হতাশা হয়ে ফিরছি। ভরা মৌসুম হলেও চাঁদপুরের নদীগুলো ইলিশ শূন্য। পদ্মা-মেঘনায় দিন-রাত জাল ফেলেও আমরা কাঙ্ক্ষিত ইলিশের নাগাল পাচ্ছি না। অধিকাংশ সময়ই একপ্রকার শূন্য হাতে জাল-নৌকা নিয়ে বাড়ি ফিরে আসতে হয়। জালে যে পরিমাণ ইলিশ ধরা পড়ছে, তাতে নৌকার তেলের খরচ উঠে আসছে না। ক্রেতা মাইনুল ইসলাম ও ফেরদৌস আহমেদ বলেন, ভরা মৌসুমে ইলিশের সংকট ও দাম অসহনীয় থাকায় হতাশা ব্যক্ত করেন। চাঁদপুর মৎস্য গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবু কাউছার দিদার বলেন, অমাবস্যা ও পূর্ণিমার জোতে কিছু ইলিশ জেলেদের জালে ধরা পরেছে। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে ইলিশের সরবরাহ বৃদ্ধি পাবে। সামনে আরও বেশি ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ খবর