মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

চেয়ারম্যান পলাতক, অচল পরিষদ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান পলাতক রয়েছেন। এতে পরিষদের কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নবাসী। চেয়ারম্যানকে অপসারণ করে জনভোগান্তি লাঘবে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন সদস্যসহ স্থানীয় জনগণ। ইউএনও বরাবর লিখিত দাবিতে উল্লেখ রয়েছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সী প্রায়ই পরিষদে অনুপস্থিত থাকছেন। স্বল্প সময়ের জন্য গোপনে এসে শুধু স্বাক্ষর দিয়ে চলে গেছেন। ১ সেপ্টেম্বর থেকে তিনি সম্পূর্ণভাবে অনুপস্থিত রয়েছেন। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। কাওয়াকোলা ইউনিয়নের বাসিন্দা লুৎফর রহমান, নুরুল হুদা, রফিকুল ইসলাম বাবু, ইসহাক আলী লোকমান জানান, চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে আসেন না। তিনি গ্রেপ্তার আতঙ্কে পলাতক রয়েছেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, ইউপি চেয়ারম্যান জিয়া মুন্সী পরিষদে অনুপস্থিত। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত জনসেবা নিশ্চিত করতে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সর্বশেষ খবর