রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

প্রকৃত অটোরিকশা চালকদের লাইসেন্স দেওয়ার দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রকৃত চালকদের লাইসেন্স দেওয়ার জোড়ালো দাবি উঠেছে। জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে গতকাল ব্রাহ্মণবাড়িয়া রিকশা ও রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় এ দাবি জানানো হয়। জেলা রিকশাশ্রমিক দলের উপদেষ্টা অ্যাডভোকেট তারেকুর রওফের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোস্তফা মিয়া, ইমার হোসেন জয়ন্ত, রফিক মিয়া, সাহেদ মিয়া, জাকির মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় বিগত সময়ে পৌরসভা থেকে ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে যথাযথ নিয়ম মানা হয়নি। সিন্ডিকেট করে পছন্দের ও দলীয় ব্যক্তিদের লাইসেন্স দেওয়া হয়েছে। প্রকৃত রিকশা ও ভ্যানশ্রমিকরা বঞ্চিত হয়েছেন। ব্যাটারিচালিত অটোরিকশার সব লাইসেন্স সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রকৃত চালকদের লাইসেন্স না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

 

 

 

সর্বশেষ খবর