সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

৩২৬ টাকা আত্মসাতে বরখাস্ত ১৬ বছর পর স্বপদে অধ্যক্ষ

কুমিল্লা প্রতিনিধি

১৬ বছর আগে কুমিল্লা দেবিদ্বারের মোহাম্মদপুর সেরাজুল হক কলেজের অধ্যক্ষ ছিলেন আবদুস সাত্তার। তখন তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ৩২৬ টাকা আত্মসাতের। এ কারণে অধ্যক্ষ পদ থেকে বরখাস্ত করা হয়েছিল তাকে। অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা দাবি করে আদালতে মামলা করেন তিনি। মামলাটি লড়েন দীর্ঘ ১৫ বছর বেশি। উচ্চ আদালত তাকে অধ্যক্ষ পদে পুনর্বহালের রায় দেন। কলেজে স্বপদে ফিরেছেন আবদুস সাত্তার। দেড় দশকেরও বেশি সময় পর গতকাল কলেজ ক্যাম্পাসে এলে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। আবদুস সাত্তার বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিনা দোষে আমাকে হয়রানি করা হয়েছে। সাময়িক বরখাস্ত করার সময় বেতন-ভাতার অর্ধেক দেওয়ার নিয়ম থাকলেও ভাতা বন্ধ রাখা হয়। হুমকির মুখে কুমিল্লায় বাসা নিলে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মামলা তুলে নিতে হাই কোর্টের বারান্দা থেকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে।

সর্বশেষ খবর